ফের দামোদর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201031-WA0015

এনবিটিভি ডেস্ক: দামোদর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি বাড়লো। দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর গেট ভেঙে এই বিপত্তি। ‌জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে। সেচ দফতরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির উদ্যোগ নিচ্ছেন।বছর তিনেক আগে ঠিক একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল, সেই সময় দিন চার লেগেছিল গেটের মেরামতির কাজ শেষ করতে, গেট মেরামতির কাজ চলাকালীন ব্যাপক জল সংকট তৈরী হয়েছিল শহর দুর্গাপুরে। এইদিকে শনিবার সকালে দামোদর ব্যারাজের ৩১নম্বর গেট ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সকাল থেকে কৌতুহলী মানুষের ভিড় জমে যায় দামোদর ব্যারাজে, যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, যানজট তৈরী হয় দামোদর ব্যারাজে রোডে।

দুর্গাপুর ব্যারেজের লকগেট আগে কেন মেরামত করা হল না প্রশ্ন তুললেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, অযথা রাজনীতি করে লাভ নেই পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের। জল অপচয় করবেন না বার্তা দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর