বিদ্যাধরী নদীর জল বাঁচানোর দাবিতে ১৪ কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ মিছিল করলেন মৎস্যজীবীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201018-WA0020

মালঞ্চ, ১৮ অক্টোবরঃ

রবিবার সকাল ৯ টায় মালঞ্চ ব্রিজ থেকে পায়ে হেঁটে কুলটি লকগেট পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার পায়ে হেঁটে নদী বাঁচানোর দাবিতে পথে নামেন মৎস্যজীবীরা। কলকাতা থেকে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে বিদ্যাধরী নদীতে। বিশেষ করে কলকাতা লেদার কমপ্লেক্সের আবর্জনা খালে ফেলা হচ্ছে আর সেই খালের জল এসে মিশেছে বিদ্যাধরী নদীতে। যার ফলে বিদ্যাধরী নদীর জল মাছ চাষের অনুপযুক্ত হয়ে পড়েছে।

ফলে বিদ্যাধরী নদী কে দূষণমুক্ত করার ডাকে আজ মৎস্যজীবীদের কয়েকটি সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামেন। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী কমিটির সভাপতি আম্বিয়া হোসেন, মিনাখা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশ চন্দ্র পার্থ সহ আরো অনেকেই।

তাদের মূলত দাবি-
১) কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার পৌর কারখানার অপরিশোধিত নোংরা জল বিদ্যাধরীতে ফেলা চলবে না।

২) অবিলম্বে বিদ্যাধরী দূষণমুক্ত করতে হবে।

৩) অপদার্থ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর বিরুদ্ধে শাস্তি মূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৪) নদীদূষণে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন তারা।

আজকের আন্দোলনে তাদের মূন স্লোগান ছিল জল বাঁচাও মানুষ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও জীবন বাঁচাও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর