এআইইউডিএফ এর দখলে থাকা যমুনামুখ সমষ্টিতে প্রার্থিত্ব দেবে কংগ্রেস : দাবি রকিবুল হোসেনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201018-WA0017

এনবিটিভি ডেস্ক: যমুনামুখ সমষ্টির ডাবকায় কংগ্রেসের এক কর্মীসভায় যোগ দিয়ে যমুনামুখ সমষ্টিতে প্রার্থিত্ব দেবে কংগ্রেস বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী তথা আসাম বিধানসভার বিরোধী দলের উপ দলপতি রকিবুল হোসেন। রকিবুল বলেন ছয় মাস পর আসামে কংগ্রেস সরকার হবে এবং যমুনামুখ সমষ্টিতে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হবেন। রকিবুলের দাবী যমুনামুখ থেকে দলের প্রার্থী ১ লক্ষের অধিক ভোটে জয়ী হবেন। তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস দল যেভাবে যমুনামুখ সমষ্টি থেকে দেড় লক্ষ ভোট বেশী পেয়েছিল ঠিক সেই ভাবে আগামী বিধানসভা নির্বাচনে কমপক্ষে এক লক্ষ ভোটে এই সমষ্টি থেকে জয়লাভ করবে। রকি আরো বলেন এখন পর্যন্ত মিত্রতা হয়নি তাই দলীয় কর্মীদের মজবুত ভাবে কাজ করার পরামর্শ দেন প্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য যে যমুনামুখ সমষ্টি বর্তমান এআইইউডিএফ এর দখলে। বর্তমান বিধায়ক আব্দুর রহিম আজমল এ আই ইউ ডি এফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল এর পুত্র। বিগত নির্বাচনে আব্দুর রহিম পেয়েছিলেন ৬৫৫৯৯ ভোট অর্থাৎ মোট ভোটের ৪২.৫৭%। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী রেজাউল করিম তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫২১৯৫ অর্থাৎ মোট ভোটের ৩৩.৮৭%। আর কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ২৩৮৪৯ (১৫.৪৮%)। গত লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দল নগাঁও সমষ্টিকে কোন প্রার্থী দেনি। যমুনা মুখে সমষ্টিতে কি হবে তা অবশ্য লক্ষ্যণীয় হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর