বর্ধমান শহরে জিটি রোডে রাস্তা বেহাল দশা, নজর নেই পৌরসভার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201031-WA0013

এনবিটিভি ডেস্ক, পূর্ব বর্ধমান : বর্ধমান পৌরসভার পান্থশালার সামনে জিটি রোডে রাস্তার বেহাল দশা। দীর্ঘ কয়েক মাস ধরে এই রাস্তা বেহাল দশা। রাস্তার মাঝখানে বড় খাল হয়ে পড়ে রয়েছে, প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েছেন বাইক আরোহী থেকে শুরু করে টোটো রিক্সা চালক এবং সাইকেলচালকরা। বর্ধমান পৌরসভার সামনে থাকলেও কোনো রকম হেলদোল নেই বর্ধমান পৌরসভার, বেশ কয়েকবার ওখানকার পৌরসভাকে জানিয়েছিলেন ওখানকার হকাররা এবং দুর্ঘটনা বারবার ঘটছে বলে কিছু রাবীস রাস্তার মধ্যে ওইখান থেকে ভরাট করে দিয়েছেন তারা যাতে দুর্ঘটনা না হয়। পৌরসভা কবে করবে না করবে সেদিকে তো ওরকমই দেখা মিলছে না পৌর কর্তৃপক্ষের । এক হকার বন্ধু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পথশিশু প্রকল্প শুরু করেছেন তবে বর্ধমান শহরে এই জনবহুল রাস্তায় কেন বেহাল হয়ে পড়ে রয়েছে? কেন পথশ্রী প্রকল্পের আওতায় নেই? কেন রাস্তা সংস্কার করছেনা পৌরসভা? রাস্তায় পথচলতি এক সাধারন নাগরিক বলেছেন আমি কয়েকদিন ধরেই দেখছি এই রাস্তার বেহাল দশায় পড়ে রয়েছে। বর্ধমান পৌরসভার এদিকে নজর দেওয়ার জন্য তিনিও আবেদন করেছেন এবং PWD আধিকারিক বৃন্দ দের কাছে অনুরোধ করেছেন যাতে অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হয়। এতে দুর্ঘটনা থেকে কিছুটা স্বস্তি পাবে বর্ধমান শহরের মানুষ থেকে শুরু করে পথচলতি মানুষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর