ইএসআই হাসপাতালের রক্তদান শিবিরে মন্ত্রী মলয় ঘটক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200919-WA0032

এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান, আসানসোল: শনিবার আসানসোলের ইএসআই হাসপাতালে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানো উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক বিগত ছয় বছরে হাসপাতালের পরিষেবার আমূল পরিবর্তনের খতিয়ান তুলে ধরেন ৷ তিনি বলেন, বাম জমানায় আসানসোল ইএসআই হাসপাতালে ২৫০ শয্যার ব্যবস্থার কথা হলেও মাত্র ১০০ শয্যার ব্যবস্থা রাখা হয় ৷ তৃণমূলের জমানায় তা বাড়িয়ে এর মধ্যেই ২০০ শয্যায় আনা গেছে ৷ একই সাথে নতুন ভবন গড়ে আরো ৫০ এর অধিক শয্যার ব্যবস্থা করার দিকে এগোনো হচ্ছে ৷ পাশাপাশি আসানসোল ইএসআই হাসপাতালে ডাইলিসিস ইউনিট চালু করা হয়েছে ৷ যেখানে এর মধ্যেই ১১ রোগী পরিষেবা নিচ্ছেন ৷ এছাড়াও চক্ষু বিভাগ ও অন্যান্য বিভাগের প্রভূত উন্নতি ঘটানো হয়েছে ৷ আগে যেখানে শ্রমিকেরা চিকিৎসা করাতে এলে দুর্গাপুর মানিকতলা বা অন্য ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হত এখন তার উল্টো চিত্র তৈরি হয়েছে ৷ রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে ইএসআই এর দায়িত্ব পাওয়ার পরে তিনি হাসপাতাল পরিষেবা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন ৷ তাই শ্রেষ্ঠ পরিষেবা তুলে ধরতে পারায় কেন্দ্রের সরকারের কাছ থেকে প্রতিবছর রাজ্য সরকার ইনসেনটিভ পেয়ে থাকে ৷ বিগত ছয় বছরে বেড়ে যা ৪০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর