জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুজোর মরসুমে দুঃস্থদের বস্ত্র বিতরণ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201018-WA0015

এনবিটিভি ডেস্ক, বামনগোলা: উৎসবের আনন্দ দান ২০২০ জাগরণ মালদা একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুজোর মরসুমে দুস্থ শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের নতুন বস্ত্র বিতরণ করা হয় বামন গোলা আদিবাসী অধ্যুষিত এলাকায়। এদিন ১৮/১০/২০ রবিবার মালদা জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায় আজ বামোনগোলা ব্লকের আলমপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০০ জন দুস্থদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয় জাগরণ মালদা সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের প্রথমে বাচ্চাদের নিয়ে আনন্দ প্রদান অনুষ্ঠান করা হয়। জাগরণ মালদা একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আলমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪০০জন দুস্থদের শিশু ও বয়স্কদের উৎসবের মরসুমে নতুন বস্ত্র তাদের মধ্যে বিতরণ করা হয়। উৎসবের মরসুমে দুঃস্থদের মধ্যে বস্তু বিতরণ করার জন্য ওই সংস্থাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ মালদা সংস্থার সদস্য বিশিষ্ট চক্ষু পরীক্ষক অজিত দাশ, জাগরণের অন্যতম সদস্য শুভজিৎ দাস, ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়া সমাবেত প্রয়াসের সদস্য বরুণ কুমার সরকার সহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাগরণ মালদার অন্যতম সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা আবহে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করার জন্য জাগরণ মালদা সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানান পাকুয়াহাট সমবেত প্রাসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক।।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর