বাজি পোড়ানোয় জারি হতে পারে নিষেধাজ্ঞা, মাথায় হাত ব্যবসায়ীদের, খাব কি? প্রশ্ন বাজি কারিগরদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201105-WA0004

এনবিটিভি ডেস্ক: বাজি পোড়ানো হলে সমস্যায় পড়বেন করোনা সংক্রমিতেরা। তাই এ বছর কালীপুজোয় সরকার যাতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করে সেজন্যে নবান্নে চিঠি দিয়েছে চিকিৎসকদের পাঁচটি সংগঠন।

সরকারকে একই অনুরোধ করেছে বিঞ্জান মঞ্চও। তার পরেই আমজনতা যাতে এবার বাজি না পোড়ান সেই অনুরোধ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এতেই মাথায় হাত বাজি ব্যবসায়ীদের। বজবজের নুঙ্গি, পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে বাজি তৈরি হয়। শব্দ বাজি, আতশবাজি সহ বিভিন্ন ধরণের বাজি তৈরি হয় এখানে। এ রাজ্যের প্রায় ৩১ লক্ষ মানুষ বাজি শিল্পের সঙ্গে জড়িত, বাজির কারবারিদের অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করেন। বাজি বিক্রিতে নিষেধাজ্ঞআ জারি করলে বিপাকে পড়বেন এঁরাই। তাই সন্ধেবেলা অন্তত দুঘন্টা করে বাজি পোড়ানোর অনুমতি যাতে সরকার দেয়, সেই অনুরোধ করেছেন বাজি ব্যবসায়ীরা। এখন দেখার, এবার কালীপুজোর রাত রঙিন হয় কিনা!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর