পুনর্নির্বাচিত হলে এক মাসের মধ্যে ইরান আমেরিকার সঙ্গে নতুন পরমাণু চুক্তি করবে: ট্রাম্প

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201010-WA0011

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে।

গতকাল (শুক্রবার) আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনলাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি জোরালোভাবে বলেন, “যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বিরাট বড় চুক্তি হবে।” অবশ্য, এ সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে তাকে এক হাজার গুণ মূল্য দিতে হবে।

ট্রাম্প বলেন, “ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে, যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করবো যা তারা কখনো করে নি।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
এর আগে গত আগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনর্বাচিত হওয়ার এক মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে।”

ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, “ইরান কারো সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না।”

তেহরান বারবার বলছে, তারা কেবল ২০১৫ সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতরে থেকেই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে।

২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর