চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে’র ৩২তম বার্ষিক সিনেট অধিবেশন আগামীকাল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200912-WA0015

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩২তম বার্ষিক সিনেট অধিবেশন রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট উপস্থাপন এবং বছর ব্যাপি চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে স্বশরীরে উপস্থিত থাকতে না পারলে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, স্বাস্থ্যবিধি মেনেই সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে যারা উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে অংশ নিতে পারবেন।
প্রতিবছর জুন মাসে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা যথা সময়ে হতে পারেনি বলে জানান তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর