করোনা রোগীদের চিকিত্‍সায় অতিরিক্ত খরচ নেওয়ার অভিযোগে ১০টি হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

main-qimg-42bcc9619e73ef85c0768fb37def55c0

করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করার পর, চিকিত্সার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এমনই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে তেলেঙ্গানা সরকার। করোনা রোগীদের চিকিত্‍সায় অতিরিক্ত খরচ নেওয়ার অভিযোগে ১০টি হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তেলেঙ্গানার ৭৯টি হাসপাতালের বিরুদ্ধে মোট ১১৫টি অভিযোগ জমা পড়েছে সরকারের কাছে। তারপরই হাসপাতালগুলিকে নোটিস পাঠানো হয়। কিন্তু সন্তোষজনক উত্তর দিতে না পারায় কয়েকটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।

শুধু তেলেঙ্গানা নয়, করোনা চিকিত্‍সায় অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও। কিছুদিন আগে মেটিয়াবুরুজের মিলন মল্লিক করোনা আক্রান্ত হয়ে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে আর বাড়ি ফিরতে পারেনি মিলন। কিন্তু তাতে কি,হাসপাতালকে মেটাতে হয়েছে মোটা অঙ্কের বিল। ২৩ দিনে করোনা চিকিত্‍সার খরচের বিল ৩৫ লক্ষ টাকা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর