হোয়াটস্যাপের মাধ্যমে পাঠানো যাবে টাকা গোপন থাকবে তথ্যও, জানিয়ে দিলেন মার্ক জুকারবার্গ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201106-WA0012

এনবিটিভি ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক কদম এগলো ভারত। এবার থেকে হোয়াটস্যাপ-এর মাধ্যমে পাঠানো যাবে টাকা। এ খবর জানিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ স্বয়ং। ইতিমধ্যেই এই লেনদেন সিস্টেম সরকারের ছাড়পত্র পেয়ে গিয়েছে। এ দেশের ১০টি আঞ্চলিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপের মাধ্যমে ১৪০টি ব্যাংকে লেনদেন করা যাবে।

জুকারবার্গ বলেন, এখন থেকে আপনারা আত্মীয়-বন্ধুকে যত খুশি টাকা পাঠান হোয়াটস্যাপের মাধ্যমে। ঠিক যত সহজে আপনারা মেসেজ করেন, তত সহজেই। যেহেতু হোয়াটস্যাপের মাধ্যমে টাকা পাঠানো হবে, সেহেতু সুরক্ষা ও গোপনীয়তা দুইই বজায় থাকবে। তিনি জানান, টাকা লেনদেনের জন্য প্রয়োজন হবে ডেবিট কার্ড এবং এমন একটি ব্যাংক, যে ব্যাংকে রয়েছে ইউপিআই ব্যবস্থা। হোয়াটস্যাপের আপডেটেড ভার্সনেই এই সুবিধা মিলবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর