করোনা- আম্পানে কোটি টাকা ক্ষতির মুখে ফুলের রাজধানী যশোর৷

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_274767847059780

 

মো সোহাগ
ঝিকরগাছা প্রতিনিধি

করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে শত কোটি টাকার ক্ষতির শিকার যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষীরা৷বাগানের ফুল বিক্রয় করতে পারেননি তিন মাস৷তারপরো ঝড়ে লন্ডভন্ড ফুলের বাগান৷ সব মিলিয়ে ফুল চাষী ও ব্যবসায়ীরা বলেছেন,তার নিস্ব৷এ অবস্থায় সরকারি প্রণোদনার আশায় গদখালির ফুল চাষীরা৷

ঝিকরগাছা ও শারশা উপজেলার বিভিন্ন গ্রামে চাষ হয় গাদা,গোলাপ,রজনীগন্ধা,জারবেরা,ডালিয়াসহ বিভিন্ন প্রজাতির ফুল ৷এই ফুলকে ঘিরেই এ অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ হয়৷কিন্তু লকডাউন ও ঘূর্ণিঝড়ের পরেও তাদের ফুলের বাগান বাঁচাতে ফুল তুলে ফেলে দিচ্ছেন চাষীরা৷তাই
ঘুরে দাঁড়াতে সরকারি সহয়তার দাবি জানিয়েছেন চাষীরা৷

এদিকে বাংলাদেশ ফ্লোয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিমের দাবি, দুর্যোগের কারনে প্রয় সাড়ে তিনশত কোটি টাকা ক্ষতির শিকার সারাদেশের ফুল চাষীরা ৷ এ অবস্থায় ঘুরে দেড়াতে জনভিত্তিক প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর