ছত্রধর মাহাতোর স্ত্রীকে সরকারি পদ! সমালোচনার তীরে বিদ্ধ শাসক, প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201103-WA0034

এনবিটিভি ডেস্ক: জঙ্গলমহলের রাশ হাতে নিতে মরিয়া তৃণমূল। ছত্রধরকে দলে নেওয়ার পর এবার তাঁর স্ত্রী নিয়তি মাহাতোকে দেওয়া হল সরকারি পদ।

এক সময় জন সাধারনের কমিটির নেতা ছিলেন ছত্রধর, তাঁর স্ত্রী নিয়তি ছিলেন নেত্রী। অভিযোগ, তৃণমূল তাদের গায়ে সেঁটে দিয়েছিল মাওবাদী তকমা। একাধিক মামলায় জেলও খাটতে হয়েছিল ছত্রধরকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর ছত্রধরকে দলে নেয় তৃণমূল। ঠাঁই দেওয়া হয় রাজ্য কমিটিতে, আর নিয়তিকে করা হল শিশু সুরক্ষা কমিশনের সদস্য‌।

বিরোধীদের মতে, জঙ্গলের মাটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল ছত্রধরকে খুশি করতে তাঁর স্ত্রীকে সরকারি পদ দিয়েছে। এ ব্যাপারে অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ধরাশায়ি হয়েছিল তৃণমূল‌, কায়েম হয় বিজেপিরাজ। এর পরেই জঙ্গলের রাশ হাতে নিতে মরিয়া হয়ে ওঠে তৃণমূল। সেই কারণেই ছত্রধরকে এই ‘ভেট’ বলে ধারণা রাজনৈতিক মহলের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর