গভীর কোমায় থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200831-WA0013

 

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ৯ অগাস্ট শৌচাগারে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তারপর থেকে দিল্লির সেনা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানেই এদিন প্রয়াত হলেন তিনি।

১০ তারিখ দিল্লি ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন প্রণব। পড়ে গিয়ে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে, তারপর ধরা পড়ে করোনা। এরপর ফুসফুসে সংক্রমণ হয়, কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়। কিন্তু তারপর থেকে কোমায় ছিলেন প্রণব।ভারতের এই প্রবীণ ও বিচক্ষণ নেতার প্রয়াণে শোকের ছায়া সমগ্র দেশজুড়ে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর