দূর্গাপূজা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করেছে আসাম সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200930-WA0003

এনবিটিভি ডেস্ক: দেশ জুড়ে চলছে করোনার দাপট ।আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করেছে আসাম সরকার । মুখ্য সচিবের জারি করা এই নির্দেশনায় মোট ৮ টি বিষয় উল্লেখ করা হয়েছে ।

১.পূজাকে কেন্দ্র করে কোনও ধরনের মেলা ইত্যাদি আয়োজন করা যাবে না।
রাস্তার পাশে কোন অস্থায়ী প্যান্ডেল তৈরী করে তাতে পূজোর আয়োজন করা যাবে না।
২.প্রতিটি পূজো মন্ডপে পুরোহিত ও আয়োজক মিলিয়ে ৩০ জন উপস্থিত থাকতে পারবেন।
৩.ভক্তদের ক্ষেত্রে ২০ জনের বেশি হাজির হতে পারবেন না। এক্ষেত্রে খোলামেলা মন্ডপে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে ।
৪.কোন ভক্ত যাতে মাক্স ছাড়া মন্ডপে প্রবেশ করতে পারেন না বিষয়টি আয়োজকদের নিশ্চিত করতে হবে ।
৫দর্শনার্থীদের জন্য থার্মাল স্কিনিং এর ব্যবস্থা করতে হবে আয়োজকদের ।
৬.কোভিড – 19 এর উপসর্গ থাকা কোন ব্যক্তির মন্ডপে প্রবেশাধিকার থাকবে না।
৭.কোন দর্শনার্থীর করোনা উপসর্গ পাওয়া গেলে পূজো আয়োজকদের পার্শ্ববর্তী মেডিক্যাল ইউনিটে যোগাযোগ করতে হবে৷
৮.কোনও অবস্থাতেই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা আয়োজন করা চলবে না।প্রতিমা নিরঞ্জনের সময় শুধুমাত্র পাঁচ জন সদস্য অংশ নিতে পারবেন৷

রাজ্য সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংস্লিষ্ট জেলাশাসক প্রতিমা নিরঞ্জন নিয়ে বিধি নিষেধ চালু করবেন।
একদিনে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে ভিড় এড়াতে এবার তিন দিন পর্যন্ত তা চালু রাখা যেতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর