পানগ্রাম জিপি বালিঘাট গ্রামে রাস্তার আঁধার শিলার উদ্ঘাটন করেন বিধায়ক মিহির কান্তি সোম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200930-WA0004

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন,আসাম: পানগ্রাম জিপি বালিঘাট গ্রামে একটি রাস্তার শিলান্যাস করেন উধারবন্দ এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। উক্ত আঁধার শিলা অনুষ্ঠানে বালিঘাট গ্রামের জনসাধারণ বিধায়ক মিহির কান্তি সোম কে অশেষ ধন্যবাদ ও উনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করেন। বিধায়ক বাবু ঐ গ্রামের পানীয় জল ইলেকট্রিসিটি রাস্তাঘাট এর জন্য আরো চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সভায় উপস্থিত, গ্রামবাসীদের বিধায়ক বলেন যে সবাই রাস্তার কাজের দিকে লক্ষ্য রাখবেন। এই সভায় গ্রামবাসীরা বলেন যে রাস্তা উন্নত ও আধুনিক হওয়া চাই । সরকারি কাজের মান জনসমক্ষে প্রকাশ করার জন্য ঠিকাদারের এর কাছে আবেদন করেন সচেতন নাগরিকগণ। বলেন যে ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম সবাইকে নিয়ে রাস্তার কাজ আরম্ভ করলেন। তাই গ্রামবাসী বিধায়ক মিহির কান্তি সোমকে কর্মবীর বিধায়ক উপাধি প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি কর্মকর্তাগন যথাক্রমে কানাই দাস, তাজউদ্দীন, ময়নাল হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর