ঐতিহ্যবাহী সালকিয়া রোডের নাম পরিবর্তন,প্রতিবাদে সোচ্চার বাঙালি মঞ্চ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200831-WA0017

 

এনবিটিভি ডেস্ক: ১৬৫ বছরের ঐতিহ্যবাহী সালকিয়া এ এস হাই স্কুলের নামে নামাঙ্কিত সালকিয়া স্কুল রোডের নাম হঠাৎ পরিবর্তন করে করা হলো আচার্য তুলসী মার্গ। ড: বিধান চন্দ্র রায় এই স্কুলের ১০০বছর পূর্তিতে স্কুল সংলগ্ন রাস্তার নামকরণ করেন সালকিয়া স্কুল রোড। এই স্কুল উদ্ঘাটন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বাংলার প্রাচীনতম স্কুল গুলির মধ্যে অন্যতম এটি।

 

সালকিয়া বাসীর ভাবাবেগের সাথে যুক্ত এই রাস্তার নাম পরিবর্তনে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তৈরি হয়েছে নাগরিক মঞ্চ “উত্তর হাওড়া বাঙালি মঞ্চ”। আজ সালকিয়া এ এস হাই স্কুলে অঞ্চলের লোক জমায়েত হন এবং সেখানে স্টিয়ারিং কমিটি গঠন হয় আগামী দিনে আন্দোলনের দিক নির্ধারণের জন্য। এই কমিটিতে যোগ দিলেন তৃণমূল, সিপিএম, জাতীয় বাংলা সম্মেলন সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। কমিটি সিদ্ধান্ত নেয় তারা অবিলম্বে কর্তৃপক্ষকে এই রাস্তার নাম পুনঃপরিবর্তন করে সালকিয়া স্কুল রোড করতে আবেদন করবে এবং তার সমর্থনে আগামী শনিবার এলাকায় মিছিল করবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর