ভারতের পর আমেরিকায় নিষিদ্ধ হল চিনা অ্যাপ্ টিকটক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200918-WA0039

এনবিটিভি ডেস্ক,১৭ই সেপ্টেম্বর: চিনের সাথে ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত বেশ জোরাল হয়ে উঠেছে। কিছুদিন আগে সীমান্ত নিয়ে চিনের সাথে সংঘাতে ভারত প্রায় ২০০এর বেশি চিনা অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার মধ্যে জনপ্রিয় অ্যাপ্লিকেশন টিকটক থেকে শুরু করে পাবজি সবই ছিল। এবার শুক্রবার ট্রাম্পের সরকার চিনা অ্যাপ্লিকেশন টিকটক ( TIKTOK ) ও উইচ্যাট ( WeChat ) এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আমেরিকার বাণিজ্য সচিব উইলবার রস একটি বিবৃতিতে জানিয়েছেন, ” চিনা কমিউনিস্ট পার্টি এই অ্যাপ্ গুলির সহযোগিতায় দেশের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতিকে বিপর্যস্ত করতে চাইছে।” তিনি আরও জানান বিপুলসংখ্যক মানুষ এই অ্যাপ্ দুটি আমেরিকায় ব্যবহার করে থাকেন যার ফলে তাদের নিরাপত্তার কথা ভেবেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে চিনের প্রযুক্তি বাণিজ্যে আবারও ধাক্কা খেল। একটা বড়ো অঙ্কের গ্রাহক তারা হারাতে চলেছে। অর্থনৈতিক ভাবেও তাদের অনেক ক্ষতি হল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর