আনলক-৪ এ মেট্রো চালু হওয়ার সম্ভাবনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200825-WA0068

এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফর আহমেদ:
জুন মাস থেকেই দেশে শুরু হয়েছে আনলক। কয়েকটি দফায় লকডাউন তুলে নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। এখন চলছে আনলক-৩ । আগামী ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে আনলক-৪। যার নির্দেশাবলী চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হবে। কিছুদিন আগে তাদের বক্তব্য থেকে আমর বুঝতে পারি সেপ্টেম্বরেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই।

সূত্রের খবর বিভিন্ন এলাকায় শুরু হতে চলেছে মেট্রো পরিসেবা।যদিও কেন্দ্র এবিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না। রাজ্য সরকার গুলির উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে। যদি তারা রাজ্যের পরিস্থিতির উপর নজর রেখে মেট্রো চালু করতে চান তারা চালু করতে পারেন। পূর্বের তুলনায় অনেকটাই স্বাভাবিক দিল্লি। এই রিপোর্ট জানিয়ে দিল্লির স্বাভাবিক হাল ফেরাতে মেট্রো সহ সব যানবাহন স্বাভাবিক করার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর