বাড়ির কাছেই সমাধিস্থ করা হল চিনা হামলায় শহিদ রাজেশের শেষকৃত্য, কান্নায় ফেটে পড়লেন মা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200619-WA0005

এনবিটিভি ডেস্ক: মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই শহিদ রাজেশ ওরাংকে শেষবিদায় জানাল তাঁর গ্রাম বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া। ভোর থেকেই ভেঙে পড়েছিল ভিড়। কাতারে কাতারে মানুষ সার বেঁধে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাদাখ সীমান্তে শহিদ জওয়ান রাজেশকে। সকালে পানাগড় সেনা বিমানঘাঁটি থেকে কফিনবন্দি তাঁর দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন।

ছেলের দেহের সামনে এসে স্তব্ধ হয়ে যান তাঁর মা, আত্মীয়েরা। বিউগিলে লাস্ট পোস্টের মধ্যে বিদায় জানায় সেনাবাহিনীর জওয়ানরা। শূন্যে গুলি ছুঁড়ে প্রথামাফিক গার্ড অফ অনারও দেওয়া হয়। ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বিজেপির লকেট চট্টোপাধ্যায়, খগেন মুর্মুরা। ছিলেন সরকারি আধিকারিকরাও। বাড়ির কাছেই সমাধিস্থ করা হয় রাজেশকে।

লাদাখে নিহত আরেক জওয়ান আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বিপুল রায়ের দেহও রওনা হয়েছে তাঁর গ্রামের পথে। তাঁর স্ত্রী ও মেয়ে দুপুরে পৌঁছবেন মিরাট থেকে। গোটা জেলাই বলতে গেলে ভেঙে পড়ছে বিন্দিপাড়াতেও। তাঁর বাড়রি কাছেই একটি মাঠে তৈরি হয়েছে মঞ্চ, সেখানেই শায়িত থাকবে বিপুলের তেরঙা জড়ানো কফিন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর