করোনায় আক্রান্ত জনপ্রিয় ফুটবলার দিয়েগো কোস্তা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200905-WA0107

এনবিটিভি ডেস্ক, স্পেন, ৫ই সেপ্টেম্বর: 

করোনার হানা আটলেটিকো দি মাদ্রিদের টেন্টে। বৃহস্পতিবার করোনার রিপোর্ট পজিটিভ আসে ক্লাবের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ট্রাইকার দিয়েগো কোস্তা ও ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াস। ক্লাবের অফিসিয়াল পেজ থেকেই ট্যুইট করে জানানো হয়।

সূত্রের খবর, ছুটি কাটানোর সময় করোনার উপসর্গ দেখা দিলে তারা হোম আইসলাশনে যান। পরীক্ষা করতেই দুজনের রিপোর্ট পজিটিভ আসে। গত সপ্তাহে পি এস জি ফুটবল ক্লাবের দি-মারিয়া করোনায় আক্রান্ত হন, নেইমার ও এমবাপে সহ ৫ ফুটবলারকে হোম আইসলাশনে পাঠানো হয়। এবার আটলেটিকো দি মাদ্রিদ। কোস্তা এবং সান্তিয়াগো দুজনেই এখন হোম আইসলাশনে রয়েছেন সমস্ত বিধিনিষেধ মেনে। ক্লাবের অনুশীলন শুরু হলেই প্রত্যেক ফুটবলারের কোভিড টেস্ট করানো হবে বলে জানান হয় ক্লাব কতৃপক্ষের পক্ষ থেকে। তারা এও জানান খুব তাড়াতাড়ি কোভিড আক্রান্ত দুই ফুটবলার যোগ দেবেন তাদের সঙ্গে। তারা চিকিৎসকের পরামর্শে দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর